বরিশাল/ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চিকিৎসালয় দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্তীর নামে নির্মিত দাতব্য চিকিৎসালয় ও পাঠাগার দখলের অভিযোগ উঠেছে। ওই মুক্তিযোদ্ধা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর দাদা।
শনিবার বরিশাল বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডা. মনীষা বলেন, মুক্তিযুদ্ধের আগে থেকে তাদের পরিবার বরিশাল নগরে বাস করছে। বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাড়িতে যাদের আশ্রয় দেওয়া হয়েছিল, তারাই এখন দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। চার বছর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ও বরিশাল মহিলা পরিষদের নেত্রী পুষ্প চক্রবর্তীকে নিয়ে সেখানে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হয়। সেখানে স্থানীয় দুস্থদের কর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। আশ্রিত গাজী পরিবারকে অন্য জায়গায় পুনর্বাসনের জন্য আলাপ-আলোচনা হয়। তারা রাজিও হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীর ইন্ধনে এক পর্যায়ে পরিবারটি বেঁকে বসে। তারা জাল দলিল সূত্রে তিন একরের মালিকানা দাবি করে আদালতে মামলা করেছে।
ডা. মনীষা জানান, গাজী পরিবার ৩০ জুলাইয়ে মধ্যে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে চুক্তিপত্রে সই করে। বাড়িটি চক্রবর্তী পরিবারের এবং গাজী পরিবার আশ্রিত হিসেবে স্বীকার করে নেয় তারা। কিন্তু গত ৯ মাসেও তারা বাড়িটি ছেড়ে যায়নি।
অভিযুক্ত মানিক গাজী বলেন, নিলাম ক্রয়সূত্রে তারা ওই বাড়ির মালিক। সুধীর চক্রবর্তী পরিবারের জমি আছে মাত্র ২২ শতাংশ। সেটাও মূল বাড়ির বাইরে। শিগগিরই বাড়ির রেকর্ড করা হবে। মানিক গাজীর দাবি, চুক্তিপত্রে তিনি সই করেননি। জোর করে তার ভাতিজা সুজন গাজীর সই নেওয়া হয়েছিল।
রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সাংবাদিকদের বলেন, আশ্রিত পরিবারকে স্থানান্তর নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।’
The post বরিশাল/ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চিকিৎসালয় দখলের অভিযোগ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন