বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী দিবসের এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার-উজ-জামান মিলন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) জামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ী, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, জাতীয় মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার রুনা, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ওমর ফারুক বাবুল আকন প্রমুখ।

নারী দিবসের ওই অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্য বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন আকন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুকুল ইসলাম, গোলাম কিবরিয়া প্রমুখ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত আবৃত্তি, গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

The post বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages