শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম।একের পর এক হিট পারফরম্যান্সে মাতিয়ে রেখেছেন বলিউড।
আর তার সঙ্গেই অভিনয়ের শুরুতে সহ-অভিনেতার হাতাহাতি-চুলোচুলি হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। ‘দিলবার দিলবার’ গানের সাফল্যে বদলে যায় নোরার জীবন। তবে নোরার শুরুটা হয়েছিল ‘রোর: দ্য টাইগ্রেস অফ সুন্দরবন’ ছবির মাধ্যমে। সেই প্রথম ছবির সেটেই সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি-চুলোচুলিতে জড়ান নোরা।
গত বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে নোরা ফাতেহিকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে। সেই ছবির প্রচারে এসে পুরনো স্মৃতি রোমন্থন করেন নোরা।
সেখানে জানান, প্রথম ছবির সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই কারণে রেগে গিয়ে তাকে চড় মারেন নোরা। পাল্টা নোরাকে চড় কষান তার সহ-অভিনেতাও। তার পর নোরার চুল ধরে টানেন সহ-অভিনেতা। দুজনের মধ্যে চুলোচুলি হয় সেটে। একটা লম্বা সফর পেরিয়ে নোরা এখন নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বলিউডে।
The post শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি! first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন