বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ১৫ হাজার ছাড়ালো

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ১৫ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন মারা গেছে। সিরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৯২।

সব মিলিয়ে দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে। খবর আল জাজিরা। সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

গত সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।

কয়েক হাজার উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

The post ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ১৫ হাজার ছাড়ালো first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages