বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাতে দুর্ঘটনায় বাস-প্রাইভেটকার গভীর খাদে, নিহত ২১

রাতে দুর্ঘটনায় বাস-প্রাইভেটকার গভীর খাদে, নিহত ২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসছিল। পথে কোহিস্তান নামক স্থানে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় বাসটি। এতে দুটি গাড়ি গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেন, নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও পাঁচজন প্রাইভেটকারের যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে কত যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

The post রাতে দুর্ঘটনায় বাস-প্রাইভেটকার গভীর খাদে, নিহত ২১ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages