বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

কবি আব্দুল গফফার খান’র “মনেতে আগুন”

মনেতে আগুন
—আব্দুল গফফার খান

বনেতে ফাগুন
মনেতে আগুন
একেলা জীবন
কি যে নিদারুণ!

কতটা কাল
থাকবে আড়াল ?
কাটেনা প্রহর
অমানিশা ঘোর।

দক্ষিণা বাতাস
বসন্তের আভাস
হৃদয় দোলে
পিরিতের ভোলে।

জোছনা রাত
রূপালী চাঁদ
পেতেছে যেন
বিরহের ফাঁদ।

হৃদয়ে ফুটেছে
প্রেমের গুল
বনেতে ফুটেছে
হরেক ফুল।
থেকনা দূরে
এসোনা কাছে
হৃদয় কাঁদে
তোমার আশে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages