বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়লেন হিরো আলম !

মুহাম্মাদ আবু মুসা
বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনের উপ-নির্বাচনের ভোট পুনরায় গনণার দাবিতে রোবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের কাছে আবেদন করেছেন পরাজিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তার আবেদেনে বলা হয়েছে, ওই আসনের ভোট কারচুপি হয়েছে বলে তার সন্দেহ হয়। তাই পুনরায় ভোট গণনার দাবি জানান তিনি। জেলা প্রশাসক তার আদেন গ্রহন করেন। তবে কবে নাগাদ ভোট গণনা করা হবে তা জানানো হয়নি।
আবেদন জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখানে যদি তিনি ন্যায় বিচার না পান, তাহলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাবেন। সেখানও যদি ব্যর্থ হন তাহলে হাইকোটে যাবেন হিরো আলো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম সড়ক ও সেতু মন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, সড়ক ও সেতু মন্ত্রি ওবায়দুল কাদের স্যার বলেন খেলা হবে। সবার সাথে করতে হবে না। তিনি খেলার জন্য শক্ত দল পায়না। আমি তার সাথে খেলতে চাই। আসুন বগুড়া-৪ আসনে। ইভিএম ছাড়া এবং প্রতিটি বুথে সিসি টিভি লাগিয়ে স্বচ্ছ নির্বাচন দিন। দেখা যাবে ওই নির্বাচনে কে যেতে?
এ সময় হিরো আলম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিভিন্ন মন্তেব্যের জবাব দেন।

উল্লেখ্য, আশরাফুল আলম @ হিরো আলম,বগুড়া-৪ আসনের পরাজিত প্রার্থী।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages