বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

ভূমিকম্প / মাসুম বিল্লাহ্

আহা জীবন,
কত অনিশ্চিত ভুবন !
ঘুমের ঘোরেই চলে যায় প্রাণ বায়ু,
কত যে শিশুর ভূমিষ্ঠের আগেই শেষ হয়েছে আয়ু ৷

কত যে মানুষ চাপা পড়ে মরেছে নিদারুণ যন্ত্রণায়,
প্রতি মুহূর্তে মৃত্যুকে দেখেছে তবু নড়ার ছিলনা উপায় ৷
কেহ হারিয়েছে তার প্রিয়তমা স্ত্রীকে কেহ হারিয়েছে তার স্বামী,
কেহ হারিয়েছে তার পুত্র কণ্যাদের, কাহারো বংশ শুদ্ধ বেনামী ৷

চারিদিকে শুধুই ধ্বংসস্তুপ আর অজস্র লাশের সারি,
কেহ কি ভেবেছিল মৃত্যু নিয়ে আসবে তার সাধের বাড়ি!

হায়রে সম্পদ কোথায় তোর দাপট কোথায় তোর অহমিকা?
এক নিমিষেই ধূলিসাত্ হয়েছে শত সহস্র অট্রালিকা ৷
এক নিমিষেই ধ্বসে পড়েছে গৌরব অহংকারের প্রাসাদ,
তার নিচেই চাপা পড়ে অজস্র জীবন হয়েছে বরবাদ ৷

ওহে মানুষ
রঙিন ফানুস
মাটিতে নম্র হয়ে চলাফেরা করো, করোনা কভু দম্ভ,
এক মুহূর্তেই সব ধূলিসাত্ করে দেয় মাটির অস্থির কম্প ৷
১৪/০২/২০২৩



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages