বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশালে ‘নিপা ভাইরাসে’ পুলিশ সদস্যের মৃত্যু

বরিশালে ‘নিপা ভাইরাসে’ পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুর জেলা পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। রোগের উপসর্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এ জেড এম ইমরুল কায়েস জানিয়েছেন।

মৃত মো. পলাশ মাগুরার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগদানের পর পিরোজপুর জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।হাসপাতালে পলাশের সঙ্গে থাকা শ্যালক মো. ফিরোজ আলম বলেন, দেড় মাস পূর্বে খেজুরের কাঁচা রস পান করেন। তিন দিন পূর্বে পলাশের জ্বর হয়। রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।

ডা. এজেডএম ইমরুল কায়েস বলেন, গত ১১ ফেব্রুয়ারি জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর হাসপাতালে ভর্তি হন মো. পলাশ। ওই দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর আইসিইউতে ভর্তি করা হয়।

ডা. ইমরুল কায়েস বলেন, পলাশের জ্বর, খিচুনি ও শ্বাসকষ্ট ছিল। ব্রেইনে ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা নিপা ভাইরাস সন্দেহ করছি। তাই তার রক্তের নমুনা সংগ্রহ করে ১১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকায় পাঠিয়েছি।

প্রতিবেদন আসতে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন। রাত নাগাদ প্রতিবেদন পেয়ে যাব। পেলে নিশ্চিত করতে পারব। পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, পলাশ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

The post বরিশালে ‘নিপা ভাইরাসে’ পুলিশ সদস্যের মৃত্যু first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages