জাহিদ হাসান: জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় দায়েরকৃত মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা স্বশরীরে হাজির হওয়ার জন্যে সমন জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন সমন জারির আদেশ দেন।
বুধবার দুপুরে জেলা জজের চালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দেন এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। সেদিনই বাদির অভিযোগ আমলে নেয় আদালত। আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পৌনে নয়টায় মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হতে কোন ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা প্রাইভেটকার প্রবেশের সময় মুখোমুখি হয়। এসময় চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব বের হয়ে জেলা জজের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মারধোর করে এবং দুই ঘণ্টা আটকে রাখে। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বাবুল আক্তার বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক এ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা কোনক্রমে পেশাদার আচরণ হতে পারে না। আমরা জেলা আইনজীবী সমিতির প্রায় ১২০ জন আইনজীবী এ মামলা পরিচালনার জন্যে লড়বো। আগামীতে যাতে কোনভাবেই এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।
মামলার ফরিয়াদির আইনজীবী প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ইমরান লতিফ বলেন, ‘আদালত আসামি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে সমন জারি করেছে। এতেই প্রমাণিত হয় যে অপরাধী যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। আসামীকে আগামী ১৬ মার্চ স্বশরীরে হাজির হতে হবে।’
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলা দায়ের ও সমন জারির নোটিশ জারীর কথা শুনেছি। নোটিশ হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেব। তবে আমার সাথে ওই চালক দুর্ব্যবহার করেছে, যা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি কিন্তু সেটা লিখিত অভিযোগ কেউ রিসিভ করেনি। আমার মনে হয়, প্লান করেই আমার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।’
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
Home
Unlabelled
অতিঃ জেলা ম্যাজিস্ট্রেটকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ
অতিঃ জেলা ম্যাজিস্ট্রেটকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন