বাউফলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর
বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনের নির্বাচনী মাইক ভেঙে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল চারটার দিকে নাজিরপুর ইউপির ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ওই ঘটনা ঘটে।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সক্রিয় কর্মীরা ওই হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীন। এ ঘটনায় এসএম মহসীন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্যমতে, শুক্রবার (১৫ জুলাই) বিকেল বেলা ধানদী এলাকায় একটি অটোগাড়িতে করে চশমা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন এক যুবক। বিকেল চারটার দিকে প্রচারণার গাড়িটি ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পৌঁছালে নৌকা প্রতীকের সক্রিয় কর্মী মো. মাসুদ (৩৫), মো. সাইম (২৭) ও নাইম মাতুব্বর (৩২) গাড়িটি থামিয়ে মাইক ভাঙচুর করে পাশের ডোবায় ফেলে দেয়।
এর আগে সকাল ১১ টার দিকে চশমা প্রতীকের প্রচারনায় কয়েকজন নারী বের হয়ে নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস ছত্তার সিকদার বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. বশির সিকদারের (২৫) নেতৃত্বে কয়েকজন যুবক বাধা দেয় এবং ওই নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ওই নারীরা দৌড়ে আবদুস ছালাম সিকদারের ঘরে আশ্রয় নেয়।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ, সাইম , নাইম ও বশির।
এসএম মহসীন বলেন, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের অব্যাহত বাধা, হামলা, হুমকির কারণে তিনি এবং তাঁর কর্মীরা নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না। এ বিষয়ে তিনি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
The post বাউফলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন