শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে করা হয়েছে ভাঙচুর। শনিবার (৯ জুলাই) রাতে দেশটির রাজধানী কলম্বোতে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সূত্র: বিবিসি, আল জাজিরা
এতে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর দেওয়া হয় আগুন। এছাড়া প্রধানমন্ত্রীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায় আগুন জ্বলতে।
আগুন দেওয়ার আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চাইলে তিনিও পদত্যাগ করতে ইচ্ছুক। দলীয় বৈঠকে এই ইচ্ছার কথা জানান তিনি।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করতে রাজি।
এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, ১৩ জুলাই (বুধবার) পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট তাকে এ কথা বলেছেন।
দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহ। তাতেও শান্ত হয়নি পরিস্থিতি।
সবশেষ কঠোর নিরাপত্তাবেষ্টিত দেশটির প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। ফলে জনসাধারণের বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
এদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে।
The post শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন