বরিশালে খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের হিজলায় খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশু আমেনা আক্তারের (৪ বছর) লাশ উদ্ধার ফায়ার সার্ভিস। শনিবার সকালে স্থানীয় গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙা খালে লাশটি ভাসতে দেখে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে লাশটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার বেলা ২টার দিকে স্থানীয় মঞ্জু খানের মেয়ে আমেনা বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ওইদিন কয়েক ঘণ্টা খালে তল্লাশি চালালেও শিশুটিকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি।
বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, শুক্রবার দুপুরে মেয়েটি নিখোঁজের পর খালে তল্লাশি চালানো হয়। কিন্তু তীব্র স্রোতের কারণে ডুবুরিরা সঠিকভাবে তল্লাশি অভিযান করতে পারেনি। পরে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকালে শিশুর লাশটি খালে ভেসে ওঠে। স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
The post বরিশালে খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন