বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১৮ জুলাই, ২০২২

পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২, ঢাকামুখী যান চলাচল বন্ধ

পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২, ঢাকামুখী যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এই দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পিকআপটি সরিয়ে নেওয়ার কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

নিহতরা হলেন- কাউসার ও রাজু। এর মধ্যে কাউসার পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান দুজন নিহতের খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল রহমান সাংবাদিকদের জানান, রোববার রাত ১০টার দিকে শরীয়তপুর থেকে ঢাকাগামী এলপি গ্যাসবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ নম্বর পিলারের কাছে উল্টে যায়। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন কয়েকজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রেকার দিয়ে পিকআপভ্যানটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।

 

The post পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২, ঢাকামুখী যান চলাচল বন্ধ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages