বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২০ জুলাই, ২০২২

বাবুগঞ্জে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা- ভাংচুর

বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল বাবুগঞ্জ উপজেলার রামপট্টি গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৮ জুলাই রাত ১ টা ৩০ মিনিটের সময় মৃত্যু নাজেম আলী হওলাদার এর মেয়ে রিজিয়া খাতুন এর বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

এব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রিজিয়া বেগম।
অভিযোগকারী জানান, রামপট্টি গ্রামের নাজেম আলী হওলাদার এর মেয়ে রিজিয়া খাতুন তাহার ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি করে বসবাস করে আসছিলো।

কিন্তু গত ১৮ জুলাই রাত ১ টা ৩০ মিনিটের সময় থানা পুলিশের কথা বলে হঠাৎ সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে ঘরে থাকা রিজিয়া বেগম (৫০) কে এলোপাতাড়ি মারধর করে।
এসময় মেয়ে মিতু এগিয়ে আসলে তার উপর হামলা চালায় ও শীলতা হানি ঘটায়। এসময় রিজিয়া বেগম ও তার মেয়েকে ঘর থেকে বের করে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হচ্ছে।তখন ভুক্তভুগী পরিবার ৯৯৯ ফোন করলে ঘটানা এস্থলে এয়ারপোর্ট থানার এস আই হালিম পরিদর্শন করে।

ভুক্তভুগি রিজিয়া বেগম বলেন, আমার সাথে জমি নিয়ে বিরোধ থাকায় এলাকার চিহৃিত সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর ঢালী, ফারুক ঢালী, কামাল ঢালী, কবির হোসেন, বাদল, রাসেল, ফয়ছাল সহ আরো ১০/ ১২ জন আমার ঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, গলার চেইনসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। অভিযুক্তরা ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে।

এসব ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার এয়ারপোর্ট থানায় নামধারি ৮ জন ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
অভিযোগকারী নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ করায় যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আশংকা করছেন গ্রামের লোকজন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages