বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ জুলাই, ২০২২

নলছিটিতে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র পলাশ তালুকদারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ বছর পূর্বে পারিবারিক ভাবে ঢাকা নারায়গঞ্জের কাইয়ুমপুর এলাকার মোঃ আলী আশাব এর মেয়ের সাথে ঝালকাঠির নলছিটি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পলাশ তালুকদারের সাথে বিবাহ হয়। বর্তমানে তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই পলাশ তালুকদারের সাথে তার স্ত্রী রেশমার পরিবারিক কলহ লেগেই থাকে তাদের মধ্যে। এনিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু মারধরের ঘটনা ঘটতো।
এদিকে নির্যাতিত রেশমা বেগম সাংবাদিকদের বলেন, যৌতুকের জন্য তাকে তার স্বামী পলাশ প্রায় সময়ই মারধর করতো। এমনকি তাকে বেশ কয়েকবার ঘর থেকে বের করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। তার পরেও তিনি সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্বামীর নির্যাতন সয্য করে তার সাথে সংসার করে যাচ্ছিলেন। পরে হঠাৎ স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার স্বামী অন্য এক মহিলার সাথে পরকিয়ার সম্পর্ক রয়েছে। তার জন্যই তাকে প্রায় সময় নির্যাতন করতেন পলাশ। তিনি আরো বলেন, ঈদের কিছু দিন আগে পারিবাহিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাটি হয়। পরে তাকে মারধর করায় রেশমা ঢাকায় বাবার বাড়ি চলে যান। পরে সন্তানদের নিয়ে ঈদের এক দিন আগে শ^শুর বাড়ি আসলে তাকে পরিকল্পিত ভাবে বেধর ভাবে মারধর করে সন্তানদের রেখে দেন স্বামী পলাশ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে রেশমা শেবাচিম হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্যদিকে মেয়ের বাবার অভিযোগ তার মেয়ে রেশমাকে মারধর করার কারন হলো তাকে তালাক দিয়ে পলাশ দ্বিতীয় বিয়ে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তার মেয়ের উপর এই নির্যাতন করে রেশমার সন্তানদের রেখে দেন। অভিযোগের বিষয়টি নিয়ে অভিযুক্ত নলছিটি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র পলাশ তালুকদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, পারিবারিক ভাবে আমার স্ত্রীর সাথে বিরোধ চলছে। কয়েক বছর আগে আমার স্ত্রীর অত্যাচারে আমার বাবা স্ট্রোক করে তার মৃত্যু হয়। এবং আমার মা তাদের বাড়িতে বেড়াতে গেলে তাকেও অপমান করে বের করে দেন আমার স্ত্রী রেশমা। এনিয়েই আমাদের মধ্যে বিরোধ চলে আসছে। তিনি আরো বলেন, আমি কোন যৌতুকের জন্য আমার স্ত্রীকে নির্যাতন করিনি এবং তাকে মারধরও করিনি। আমার প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে আমার স্ত্রীর সাথে মিলে আমার ক্ষতিসাধন করা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আমার বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়ে যাচ্ছেন আমার শশুর। এদিকে নির্যাতিত রেশমা বেগম তার সন্তানদের ফিরে পেতে এবং সঠিক বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages