বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের বসতঘর হস্তান্তরে প্রেস ব্রিফিং

আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের বসতঘর হস্তান্তরে প্রেস ব্রিফিং

আরিফ আহমেদ মুন্না আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে নির্মিত জমিসহ বসতঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে বাবুগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (১৮ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ওই প্রেস ব্রিফিং করা হয়।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম। ব্রিফিংকালে তার সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় উপজেলার পেশাজীবী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশের সাথে একযোগে বাবুগঞ্জ উপজেলায় মোট ৫৭টি বসতঘর হস্তান্তর করা হবে। এ নিয়ে বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে মোট ২৭৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বসতঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। জমিসহ এই বসতঘর প্রদান কার্যক্রম শেষ হলে যাদের জমি আছে কিন্তু বসতঘর নেই তেমন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হবে।’

The post আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের বসতঘর হস্তান্তরে প্রেস ব্রিফিং first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages