বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ জুলাই, ২০২২

বরিশালের কীর্তনখোলাসহ ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে

বরিশালের কীর্তনখোলাসহ ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের কীর্তনখোলাসহ দেশের দক্ষিণাঞ্চলে নদীর পানি বাড়ছে। বরিশাল নগরী ঘেঁষা কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এছাড়াও এই অঞ্চলের আরও ছয় নদীর পান‌ি বিপৎসীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে মঙ্গলবার রাত পৌনে ৯টায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কীর্তনখোলা নদীর বিপৎসীমা ২ দশমিক ৫৫ সেন্টিমিটার। বর্তমানে এই নদীর পানি প্রবাহিত হচ্ছে ২ দশমিক ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে। এছাড়া ভোলার দৌলতখান সংলগ্ন সুরমা ও মেঘনা নদীর পানির বিপৎসীমা ৩ দশমিক ৪১ সেন্টিমিটার। বর্তমানে এই নদীতে ৩ দশমিক ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তজুমদ্দিন এলাকার সুরমা ও মেঘনা নদীর বিপৎসীমা ২ দশমিক ৮৩, বর্তমানে প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ৫০ সেন্টিমিটার উপর দিয়ে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা ও বুড়িশ্বর নদীর বিপৎসীমা ২ দশমিক ৮১, প্রবাহিত হচ্ছে ২ দশমিক ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে।

বরগুনার পাথরঘাটার বিষখালি নদীর বিপৎসীমা ২ দশমিক ৮৫, প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং উমেদপুরে কচা নদীর বিপৎসীমা ২ দশমিক ৬৫, বর্তমানে প্রবাহিত হচ্ছে ২ দশমিক ৭২ সেন্টিমিটার উপর দিয়ে।

পাউবো বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম বরিশালটাইমসকে জানান, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩টি নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে।’

The post বরিশালের কীর্তনখোলাসহ ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages