বরিশালসহ ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল-পটুয়াখালীসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ৮৫ মিলিমিটার।
The post বরিশালসহ ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন