যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়: ৪ বাসকে জরিমানা ৪০ হাজার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: শরীয়তপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় চার বাস মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ঢাকা থেকে ছেড়ে আসা গ্লোরী এক্সপ্রেসের দুটি, শরীয়তপুর পরিবহনের একটি ও বিআরটিসির একটি বাসকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে শরীয়তপুর সরকার নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও প্রতিটি বাসের যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৪০০-৫০০ টাকা করে। এ ছাড়া অধিকাংশ বাসে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে।
যাত্রী হয়রানি বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
বিস্তর অভিযোগ গ্লোরী এক্সপ্রেসে করে ঢাকা থেকে শরীয়তপুর এসেছেন ইমরান হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী থেকে ৫০০ টাকা ভাড়া দিয়ে শরীয়তপুর আসতে হয়েছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রতিবাদ করতে গেল যাত্রীদের নাজেহাল করা হয়। অনেক ক্ষেত্রে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।’
শরীয়তপুর পরিবহনের যাত্রী রোকনুজ্জামান পারভেজের ভাষ্য, ‘ঢাকা থেকে আসার সময় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়েছে। বাস শ্রমিকদের হামলায় আমিসহ বাসের অন্তত তিন যাত্রী আহত হয়েছেন। প্রত্যেক যাত্রী থেকে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।’
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সাংবাদিকদের বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা প্রতিটি বাসেই খোঁজ নেয়া হচ্ছে। যারাই যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে, প্রত্যেককেই জরিমানা করা হবে। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না।’
যাত্রী হয়রানি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’
The post যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়: ৪ বাসকে জরিমানা ৪০ হাজার first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন