স্টাফ রিপোর্টার: বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার সাইফুল ইসলাম বিপিএম বার। ১৭ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় বিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ কাজী আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। নবাগত কমিশনারকে শুভেচ্ছা জানিয়ে বরিশালের নানান বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মেট্রোপলিপটন প্রেস ক্লাবের সহ সভাপতি এম আর প্রিন্স, দৈনিক যায়যায়দিনের ব্যুরো প্রধান আরিফুর রহমান, দৈনিক দখিনের সময়’র যুগ্ম-বার্তা সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, দৈনিক বরিশাল বার্তার নির্বাহী সম্পাদক কে.এম শামসুদ্দোহা, দৈনিক সংবাদ সকালের সিনিয়র স্টাফ রিপোর্টার বেবী জেসমিন প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের মাসুম শিকদার, আতিক চৌধুরি, কাজী মফিজুল ইসলাম মিলন, মাসুদ আহমেদ, কাওসার আহমেদ, শাহ জালাল, গিয়াস উদ্দিন, শাহাদাত তালুকদার, জুবায়ের আহমেদ, কাজী জাহিদ সহ প্রায় অর্ধশতাধিক সদস্য।
নবাগত বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিপিএম বার বলেন, আমি এসি রুমে বসে থাকতে আসিনি, মাঠে ময়দানে কাজ করতে চাই। নিজেকে সব সময়ই কর্মস্থল এলাকার অধিবাসী মনে করি। তাই সবাই মিলে মডেল বরিশাল গড়বো। বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সহ সকল সাংবাদিকদের সহযোগী চাচ্ছি। মনে রাখবেন, একজন অসাহয় মানুষও যদি আমার কর্মের কারনে আমাকে মনে রাখে তবে আমি সার্থক। নয়তো সবই বৃথা।
মেট্রোপলিটন প্রেস ক্লাব নেতৃবৃন্দ এ সময় বলেন, আমরা সর্বাত্মক সহযোগীতা নিয়ে পাশে আছি। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণের আগে যেন তার যথার্থতা তদন্ত করে দেখা হয়। নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাইর খবর পাওয়া যায়, অশ্লীলতা বেড়ে গেছে। এগুলো রোধে যথাযথ কার্যকর পদক্ষেপ জরুরী।
রবিবার, ১৭ জুলাই, ২০২২
Home
Unlabelled
সবাই মিলে গড়বো মডেল বরিশাল : বিএমপি কমিশনার
সবাই মিলে গড়বো মডেল বরিশাল : বিএমপি কমিশনার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন