পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগী বিক্রির দায়ে মজিবর রহমান নামের এক মুরগী ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার(১০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঈদ উল আজহার দিন রোববার সকালে এক ব্যক্তি মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজারের আব্দুল মান্নানের মুরগীর দোকান থেকে দুটি মুরগী ক্রয় করেন। এসময় মুরগী ড্রেসিং করার সময় মুরগী ব্যবসায়ী মজিবর রহমান কৌশলে জীবিত মুরগীর পরিবর্তে মরা মুরগী ক্রেতাকে ধরিয়ে দেন। ক্রেতার কাছে বিষয়টি সন্দেহজনক হলে তিনি ড্রেসিং করা মুরগী মেপে দেখেন ক্রয় করার সময়ের থেকে ড্রেসিং করা মুরগীর ওজন বেশি। পরে তিনি স্থানীয় সংবাদকর্মীর সরনাপন্ন হন। সংবাদকর্মীরা ঘটনাস্থলে এসে থানা পুলিশে খবর দেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা নুরুল ইসলাম বাদল জানান, মরা মুরগী বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয় এবং মরা মুরগী জব্দ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ওই মুরগী মরা জবাই করার প্রমাণ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক বলেন, মরা মুরগী বিক্রির দায় স্বীকার করায় ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার, ১১ জুলাই, ২০২২
Home
Unlabelled
মঠবাড়িয়ায় মরা মুরগী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
মঠবাড়িয়ায় মরা মুরগী বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন