বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

বাউফলে উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাউফলে উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেসিন বাউফল উপজেলা শাখার প্রচার সম্পাদক মাও. মো.শাহাবুদ্দিন আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জমিয়াতুল মোদার্রেসিন বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ কয়েক শত মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিন বাউফল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. মো. ইউনুস, সাধারণ সম্পাদক মাও. মো. ফারুক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আবুল কালাম আজাদ, ইমাম সমিতির বাউফল পৌর শাখার সাধারণ সম্পাদক মাও. আইউব বিন মুসা প্রমূখ। এ সময়ে বক্তারা বলেন, হামলার ঘটনায় ওই সময় বাউফল থানায় এজাহার দাখিল করা হলেও পুলিশ রহস্যজনক কারণে এখন পর্যন্ত মামলা নেয়নি।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বরাবরে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

গত ৬ জুলাই পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় উপাধ্যক্ষ মাও. মোঃ শাহাবুদ্দিন আল মামুনের ওপর কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে।

 

The post বাউফলে উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages