আব্দুল্লাহ আল মামুন (এ আল মামুন) বিনোদন ডেস্কঃ
এবার অভিনেত্রী লাজুককে স্বপ্নেে দেখেই একসাথে নাচে গানে মেতে উঠলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহাফুজুর রহমান।
এমনটিই দেখা যাবে চ্যানেলের ঈদ আয়োজনে ড.মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠানে। এবার ঈদে মাহফুজুর রহমান ৯টি গান নিয়ে হাজির হচ্ছেন। যার মধ্যে দুটি গানে লাজুকের যুগলবন্দী হয়েছেন তিনি।
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক
উল্লেখ্য, সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন