বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

শ্বশুরকে নাস্তা দিতে গিয়ে পুত্রবধূ দেখেন ঝুলছে প্রাণহীন দেহ

শ্বশুরকে নাস্তা দিতে গিয়ে পুত্রবধূ দেখেন ঝুলছে প্রাণহীন দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে ছেলের বসতঘর থেকে আব্দুল মালেক (৭৫) নামের এক বৃদ্ধ পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ধলিগৌরনগর ইউনিয়নের বাউরিয়া গ্রাম থেকে বৃদ্ধের এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃদ্ধের ছেলে অজিউল্যাহ জানান, তার ঘরের দোতলার একটি কক্ষে থাকতেন তার বাবা। তিনি দীর্ঘদিন যাবত পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে খাবার ও ওষুধ খাইয়ে কক্ষে রেখে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। সকালে শ^শুরের জন্য চা-নাস্তা দিতে গিয়ে তাকে কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তার স্ত্রী। পেটের পীড়ার যন্ত্রণা সইতে না পেরে তার বাবা আত্মহত্যা করেছে বলেও দাবী করেন তিনি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় একটি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

 

The post শ্বশুরকে নাস্তা দিতে গিয়ে পুত্রবধূ দেখেন ঝুলছে প্রাণহীন দেহ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages