বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১ জুলাই, ২০২২

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা স্মরণে আ’লীগের দোয়া-মোনাজাত

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা স্মরণে আ’লীগের দোয়া-মোনাজাত

আরিফ আহমেদ মুন্না পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সহধর্মিণী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জননী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ৭৫’র শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাবুগঞ্জে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানার এতিম ও হাফেজসহ সর্বস্তরের মানুষ নিয়ে মিলাদ-মাহফিল এবং দোয়া মোনাজাত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩০জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ওই দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল হাসান খান মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম জামাল হোসেন, পৌর সভাপতি তাপস রায়, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার-উজ-জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব প্রমুখ।

মরহুমার ওই মিলাদ-মাহফিল ও দোয়ানুষ্ঠানে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নাসির উদ্দিন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ মৃধা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ করিম লাবু, জাহাঙ্গীর হোসেন আকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান সেহেল, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার, জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা আ.জ.ম শামসুল আলম। এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, মসজিদের ইমাম, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার এতিম এবং হাফেজ শিশু শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। #

The post বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা স্মরণে আ’লীগের দোয়া-মোনাজাত first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages