বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পূর্ব শত্রুতার জের ধরে বরগুনা যুবককে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে বরগুনায় মোহাম্মদ শাহিন হাওলাদার(৩৮) নামে এক যুবককে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার(২৮জুন) রাত সাড়ে ১১ টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে এ হত্যার চেষ্টা চালানো হয়। আহত যুবক বরগুনার ৫ নং আইলা পাতারঘাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পাকুরগাছি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন একই এলাকার বাসিন্দা মৃত ছাত্তার আকনের ছেলে আকাইদ হোসেন ঠান্ডা গভীর রাতে তাকে খালপাড়ে নির্জন এলাকায় নিয়ে যায়। এসময় হাত-পা ও মুখ বেঁধে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঠান্ডার নেতৃত্বে সুমন খা, স্বপন হালদার, মাহবুব, জাকির, সাব্বির, রবিন, আবুছালে,কুদ্দুস সহ ১৫/২০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত শাহিন হাওলাদারের ডান পা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ও সারা শরীরে নীলা ফুলা জখম হয়। তার ডাক চিৎকার শুনে স্ত্রী রোজিনা বেগম ছুটে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে তিনি এ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতদের স্বজনরা জানান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages