সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষথেকে জেলার অসচ্ছল মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে রিক্সা ও ভ্যান বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় দুজন অসচ্ছল রিক্সা- ভ্যান চালকের মাঝে দুটি নতুন রিক্সা ভ্যান বিতরণ করা হয় হয়।
গত ২৩ এপ্রিল শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রিক্সা ও ভ্যান তুলে দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিবের সহধর্মিণি তৌফিকা আহমেদ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট লুৎফর নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা এবং সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ।
এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তবে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বর্তমান জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
দেশের তথা সমাজের পিছিয়েপড়া জনগনের কল্যাণে, ভুমিহীনদের ভুমি প্রদান, ঘরহীন মানুষদের জমি ও সরকারি অর্থায়নে ঘর নির্মান করে বাসস্থানের সুব্যবস্থা করা, কর্মহীন মানুষদের কর্মের সুব্যাবস্থা, অসচ্ছল মানুষদের সচ্ছলতা আনায়নে নানা কর্মউপযোগী ব্যাবস্থা করে চলেছেন। সমাজের পিছিয়ে পড়া অচ্ছল মানুষের দাঁড়িয়ে সচ্ছল হওয়ার পথ দেখিয়ে চলতে কাজ করে চলেছেন। এরই ধারাবাহীকতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে অসচ্ছল মানুষদের মাঝে রিকশা-ভ্যান অনুদান প্রদান সহ নানা সহযোগিতার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন