বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

তজুমদ্দিনে সরকারী সেবা প্রদানকারী ও গ্রহীতাদের মধ্যে গণশুনানি

তজুমদ্দিনে সরকারী সেবা প্রদানকারী ও গ্রহীতাদের মধ্যে গণশুনানি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:: চাঁচড়া ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন প্রতিনিধির আয়োজনে, বেসরকারী উন্নয়ন সংস্থা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় সরকারী সেবাপ্রদানকারী এবং সেবাগ্রহীতাদের মাঝে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বেলায় সাড়ে ১১ টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার পিএএ, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, চাঁচড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি শামছুদ্দিন মাস্টার প্রমুখ।

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গণশুনানিতে অংশ নেয় কৃষক-কৃষাণি, প্রান্তিক খামারী ও সুশীল সমাজের ৪০ জন নারী পুরুষ অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প সমন্বয়ক বাসুদেব গুহ।

 

The post তজুমদ্দিনে সরকারী সেবা প্রদানকারী ও গ্রহীতাদের মধ্যে গণশুনানি first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages