হতাশা নিয়েই চ্যাম্পিয়নস লিগ ক্যাম্পেইন শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অতিথি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে আসরের শেষ ষোল পর্বের ফিরতি লেগে ১-০ গোলে হেরে ইউরোপের সেরাদের আসর থেকেই বিদায় নিল রেড ডেভিলরা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুদল। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে অ্যাটলেটিকো।
দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানইউ'র হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো গোল করতে পারেননি। সফরকারী অ্যাটলেটিকোর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন লোদি দোস সান্তোস। এতেই কপাল পুড়ে রোনালদোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন