বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

সিরাপ নয়, মায়ের পরকীয়ার বলি দুই সহোদর

জ্বরের সিরাপ খেয়ে নয়, পরকীয়ার কারণে পরিকল্পিতভাবে দুই শিশুকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে মা ঝরনা বেগম।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনায় নিহতদের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে ঝরনা বেগমসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ঝরনা বেগমকে গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করানোর জন্য আদালতে হাজির করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দুর্গাপুরের একই রাইস মিলে কাজ করেন শফিউল্লাহ ও ঝরনা বেগম। কিছুদিন আগে থেকেই তারা পরকীয়ায় লিপ্ত হয়। এরই জেরে মুরসালিন ও ইয়াসিনকে মেরে ফেলার পরিকল্পনা করেন তাদের মা ঝরনা বেগম ও শফিউল্লাহ। পরিকল্পনা অনুযায়ী তারা মিষ্টির সাথে বিষ মিশিয়ে মোরসালিন ও ইয়াসিনকে খাইয়ে দেয়। পরে ঘটনা আড়াল করার জন্য বাজার থেকে জ্বরের সিরাপ নাপা কিনে এনে মুরসালিন ও ইয়াসিনকে খাওয়ানো হয়। এবং আশপাশের লোকজনকে বোঝানোর চেষ্টা করে নাপা সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে গ্রেফতারকৃত ঝরনা বেগম মিষ্টির সাথে বিষ মিশিয়ে মুরসালিন ও ইয়াসিনকে খাইয়ে মেরে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আদালতে তিনি ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রাজি হয়েছেন। তাকে আদালতে হাজির করা হয়েছে। এই ঘটনায় প্রেমিক শফিউল্লাহ পলাতক রয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।

মারা যাওয়া দুই শিশু হলো আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইটভাটার শ্রমিক ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)।

অভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ খেয়ে’ শিশু দুুটি মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages