বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৬ মার্চ, ২০২২

শিক্ষামন্ত্রীর সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মঙ্গলবার (১৫ মার্চ) তার সরকারি বাসভবন ধলেশ্বরীতে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় দীপু মনি উপাচার্য সৌমিত্র শেখরকে উচ্চশিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা যাতে আরও বেগবান হয়, সে ব্যাপারে পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে গবেষণানির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষা ও আনন্দময় শিক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষার ভীতি কাটিয়ে শিক্ষাকে যতটা পারা যায় আনন্দের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। উচ্চশিক্ষাকে কর্মসূত্রে সঙ্গে জড়িত করার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এক্ষেত্রে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রসংখ্যা দিকটিও মাথায় রাখা দরকার।

barta24
শিক্ষামন্ত্রীর সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মন্ত্রীর আলোচনার পরিপ্রেক্ষিতে বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় উন্নত ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে উচ্চশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের আন্তঃসম্পর্ক অত্যন্ত গভীর। গবেষণার পরিধি আরো বিস্তৃত করা হবে। অবকাঠামোগত উন্নয়ন চলছে এবং সাংস্কৃতিক বলয় তৈরি এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যার নতুন পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর।

এর আগে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি), মাদ্রাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। উপাচার্য আইআইটির শিক্ষাবিষয়ক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্পর্কেও তাদের অবগত করেন।

উভয় প্রতিষ্ঠান মধ্যে সৌজন্যে স্মারক বিনিময় করা হয়। এসময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা শ্রী রাজেন্দ্র সিংহ, কনসিলার শ্রী এন. গণেশমবন্ধন এবং শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার দেন। তিনি মন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। শিক্ষামন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং স্বল্প সময়ের মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

LINK


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages