বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ওবামা থেকে বরিস-ট্রুডো, বাইডেনকে বিশ্বনেতাদের অভিনন্দন

এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় পরেই বিশ্বনেতাদের অভিনন্দনের বন্যায় ভাসছেন জো বাইডেন। শুভেচ্ছা বার্তা পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী প্রথম মহিলা, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসও। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তনিও কোস্তার-- তালিকাটা দীর্ঘই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'আমি অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের নতুন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত খুশির সঙ্গে কমলা হ্যারিস ও ডাগ এমহফকেও অভিনন্দন জানাই।' আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের কথায়, 'এই নির্বাচনের মতো অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমেরিকা এত বেশি মানুষের ভোট এর আগে দেখেনি। যখন সমস্ত ভোট গোনা হয়ে যাবে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে একটা ঐতিহাসিক জয় হবে।' ওবামা বলেন, 'আমরা ভাগ্যবান জোয়ের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার সব যোগ্যতা আছে। উনি নিজেকে সে ভাবেই তৈরি করেছেন।' বারাক ওবামা উল্লেখ করেন, বাইডেন জানুয়ারিতে যখন হোয়াইট হাউসে প্রবেশ করবেন, তখন ওনাকে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে, যা এর আগে কোনও প্রেসিডেন্টকে করতে হয়নি। একদিকে মহামারী পরিস্থিতি, অন্য দিকে ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করাতে হবে।' এর পরেই ওবামার সংযোজন, 'আমি সমস্ত আমেরিকাবাসীদের বলব জোকে একটা সুযোগ দিন। উত্‍সাহিত করুন। কারণ নির্বাচনের রেজাল্ট দেখিয়ে দিয়েছে আমাদের দেশ দুটো মতে বিভক্ত।' তিনি বলেন, 'কমলা বা জোয়ের কাজ শুধু নয়, আমাদের নিজেদের করণীয় কাজটাও করতে হবে। আমাদের সবাইকে নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্যদের কথা শুনতে হবে। একসঙ্গে এগোতে হবে।' ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেন, 'আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন জেতার জন্য জো বাইডেন আপনাকে অভিনন্দন।' কমলা হ্যারিসের মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে 'ঐতিহাসিক অর্জন' বলে তিনি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে গুরত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করে বরিস বলেন, 'জলবায়ু, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।' কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ট্যুইট, 'বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমরা দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও মিত্র। আমরা এমন এক সম্পর্কে জড়িয়ে আছি, যা বিশ্বমঞ্চে এক অনুপম দৃষ্টান্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।' পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তনিও কোস্তার জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে জলবায়ু ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো জো বাইডেনের এই জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ এক বার্তায় জো বাইডেনের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দাবি করে বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন। স্কটল্যান্ডের ফার্স্ট মন্ত্রী নিকোলা স্টারজন, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকি, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। জার্মানির মন্ত্রী হাইকো মাশ এক অভিনন্দন বার্তায় লেখেন, ‘অবশেষে আমাদের কাছে সব স্পষ্ট হল। আমরা পরবর্তী মার্কিন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি।' আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেতে হয়। সিএনএনের তথ‌্য অনুযায়ী, সর্বশেষ প্রাপ্ত ফলে জো বাইডেন জিতে নিয়েছেন ২৭৩টি ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। এই জয়ের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভ্যানিয়ায় জয়ের ফলে তার মোট ইলেকটোরাল কলেজ ভোট এখন ২৭৩। জীবনে নানাঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তিন দশক ধরে স্বপ্ন দেখেছেন একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এর আগে দু-বার লড়াই করেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হন। আরও পড়ুন: এদিন জয়ের পর আবেগময় ট্যুইটে জো বাইডেন লেখেন, ‘আমেরিকা, তুমি আমাকে মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য পছন্দ করেছ, এ জন্য আমি সম্মানিত। আমি সবাইকে নিয়ে দৃঢ় ভাবে এগিয়ে যাব। আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি অঙ্গীকার করছি , যাঁরা আমাকে ভোট দিয়েছেন অথবা দেননি-- আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট।’ এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2U1CxRD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages