এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস মহামারীকে উপেক্ষা করে গত ১০ দিনে তিন দফায় বিহারের ৭.৩ কোটি ভোটার কয়েক হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। ২৪৩ আসনে কে জিতবে, কে হারবে -- নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ থাকবে নাকি মহাজোটের তেজস্বী যাদবের হাত ধরে পালাবদল, তা জানার জন্য ১০ নভেম্বর পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। কিন্তু, তার আগে সবক'টি বুথফেরত সমীক্ষাতেই কিন্তু, ইঙ্গিত আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটই সবথেকে বেশি সংখ্যক আসন পাবে। বিরোধী মহাজোটই বিহারে সরকার গড়তে চলেছে, সে পূর্বাভাস যেমন রয়েছে। আবার, ত্রিশঙ্কুর দিকেও ইঙ্গিত রয়েছে। কিন্তু, মোটের উপর সমীক্ষা যা বক্তব্য, তাতে নীতীশ কুমারের এ বারে আর আশা নেই। তেজস্বীর তেজে তাঁকে বিপর্যস্ত হতে হবে। বুথফেরত সমীক্ষার রিপোর্ট সবসময় যে মেলে, তা নয়। অতীতে অনেক ক্ষেত্রেই তা মেলেনি। কিন্তু, কী হতে চলেছে তার সামগ্রিক একটা আভাস থাকে। প্রাক নির্বাচনী সমীক্ষাও জানিয়েছিল, ব্যবধান তেমন বেশি হবে না। ইন্ডিয়া টুডে'র সঙ্গে লোকনীতি-সিএসডিএসের প্রাক-ভোট সমীক্ষায় দাবি করা হয়েছিল, বিহার বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার থেকে মেরেকেটে ১১-২১টি আসন বেশি পাবে এনডিএ। সেই সমীক্ষা অনুযায়ী, বিহারে ১৩৩-১৪৩টি আসন জিততে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। যা ২৪৩ আসন-বিশিষ্ট বিহার বিধানসভার ‘ম্যাজিক ফিগার’-এর (১২২) থেকে তেমন বেশি নয়। ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সেই সমীক্ষা চালানো হয়েছিল। তথ্য অনুযায়ী, এনডিএ ৩৮ শতাংশ ভোট টানবে। তবে খুব একটা পিছিয়ে থাকবে না মহাজোট। ৩২ শতাংশ ভোট-সহ ৮৮-৯৮টি আসন পেতে পারে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবদের জোট। তবে, নীতীশ কুমারের যে জনপ্রিয়তা অতীতের তুলনায় কমেছে, তা প্রাক-সমীক্ষাতেও দাবি করা হয়েছিল। বুথফেরত সমীক্ষাতেও তার বদল হয়নি। প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, ২০১৫ সালে যেখানে নীতীশের জনপ্রিয়তা ছিল ৪০ শতাংশ, পরবর্তী পাঁচ বছরে তা ৩১ শতাংশে নেমে এসেছে। সেখানে ২০১৫ সালের তুলনায় এ বার লালুর পরিবারের জনপ্রিয়তা ন'শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাশ। প্রশ্ন হল, প্রাক-ভোট সমীক্ষা ও ভোট পরবর্তী সমীক্ষার ফল ভিন্ন হল কেন? কয়েক দিনের মধ্যে বিহারে ভোটচিত্র বদলে যাওয়ার মতো কী এমন ঘটল? বুথফেরত সমীক্ষায় এর একটা বড় কারণ সামনে এসেছে তা হল, যুব সমর্থন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের পক্ষে। 'বৃদ্ধ' নীতীশে ভরাস না-রেখে তাঁরা তেজস্বীর তেজে আস্থা রাখছেন। আর সেটাই এ বার নীতীশ সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে। কারণ, বিহারের ভোটার হিসেবে এই তরুণ-যুবারাই সংখ্যায় বেশি। যা তেজস্বীর আস্থার জায়গা, নীতীশের আশঙ্কার। করোনাভাইরাসের জেরে একটানা লকডাউনে যে রাজ্যটি পরিযায়ী শ্রমিক নিয়ে সবথেকে বেশি ভুগেছে তার নাম বিহার। নরেন্দ্র মোদীর হঠকারী সিদ্ধান্তের জেরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভের বিস্ফোরণ যে ভোটমেশিনে ঘটতে পারে, সে আশঙ্কা নীতীশও যে করেননি, তা নয়। কার্যক্ষেত্রে তাই হতে চলেছে। তা ছাড়া, অনুন্নয়ন ও বেকারি যেখানে ভোটের ইস্যু, সেখানে শাসকদলের বিপক্ষেই যুবভোট যাওয়ার সম্ভাবনা বেশি। অন্তত India Today-Axis My India বুথফেরত সমীক্ষা অন্তত সে কথাই বলছে। আরও পড়ুন: বুথফেরত সমীক্ষায় অংশ নেওয়া ৪৫ শতাংশই জানিয়েছেন তাঁরা তেজস্বী যাদবকেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। মাত্র ৩৫ শতাংশ জানিয়েছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ নীতীশ কুমার। বয়স হিসেবে ব্রেকআপে দেখা গিয়েছে, তেজস্বী যাদবের জনপ্রিয়তার পিছনে রয়েছে বিরোধী মহাজোটকে যুব সমর্থন। যে মহাজোটকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। ১৮-২৫ বছর বয়সিদের ৪৭ শতাংশ তেজস্বীর পক্ষে। এনডিএ'র পক্ষে ৩৪ শতাংশ। আবার ২৬ থেকে ৩৫ বছর (শ্রমিক শ্রেণি) বয়সিদের মধ্যেও এগিয়ে বিরোধী মহাজোট। এ ক্ষেত্রেও ৪৭ শতাংশ তেজস্বীদের সমর্থক। নীতীশের পক্ষে ৩৬ শতাংশ। ৩৬-৫০ বছর বয়সিদের মধ্যে এনডিএ'র পক্ষে ৪২ শতাংশ, মহাজোটের দিকে ৪১ শতাংশ। দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'র জনপ্রিয়তা ৫০ + ব্যক্তিদের মধ্যেই বেশি। ৪৫ শতাংশ এনডিএকে সমর্থনের কথা জানিয়েছেন। ৪০ শতাংশ মহাজোটের পক্ষে মত জানিয়েছেন। আবার ৬১ ঊর্ধ্বদের মধ্যে ৪৮ শতাংশ নীতীশের দিকে, তেজস্বীদের দিকে ৩৮ শতাংশ। বিহার এগজিট পোলের বিশদ জানতে বিহার তুলনামূলক ভাবে তরুণদের রাজ্য। ফলে, এনডিএ'র জন্য এটা ভালো ইঙ্গিত নয়। CENSUS-এর প্রকাশ করা ২০১৮ সালের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম জানাচ্ছে, বিহারের ৭৪ শতাংশের বয়স ৩৫ অনূর্ধ্ব। রাজ্যে ষাটোর্ধ্ব নাগরিক মোট জনসংখ্যার ৬ শতাংশের কম। ফলে, বয়স্কদের সমর্থন থাকলেও ভোটের ফলে এনডিএ বিশেষ লাভবান হবে না। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eBme7r
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন