বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২২ আগস্ট, ২০২০

MD পদ থেকে ইস্তফা রামদেব সহযোগী আচার্য বালকৃষ্ণের, কিন্তু কেন?

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের খবরের কেন্দ্রবিন্দুতে বাবা রামদেব ঘনিষ্ঠ আচার্য বালকৃষ্ণ। সম্প্রতি 'র () ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। গত ১৯ অগস্ট থেকে বালকৃষ্ণ এই কোম্পানির শুধুমাত্র নন-এক্সিকিউটিভ ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর। কিন্তু কেন রুচি সয়া'র শীর্ষ পদ থেকে হঠাৎ ইস্তফা দিলেন পদত্যাগ করলেন রামদেবের পতঞ্জলী সাম্রাজ্যের অন্যতম এই মুখ? তা নিয়ে প্রত্যাশিতভাবেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। ভোজ্য তেল, সোয়া জাত পণ্য ইত্যাদি উৎপাদন করে রুচি। গত বুধবার তারা শেয়ার মার্কেটে দাখিল নথিতে জানায়, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর ইস্তফাপত্র রুচি সয়ার পরিচালন পর্ষদ তাঁর এই ইস্তফাপত্র গ্রহণ করেছে এবং ১৮ অগস্ট থেকে তা কার্যকর হবে বলেও নথিতে উল্লেখ করা হয়েছিল। ফলে ১৯ অগস্ট থেকে আচার্য বালকৃষ্ণ শুধুমাত্র রুচি সয়ার নন-এক্সিকিউটিভ ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর পদে থাকবেন বলেও জানায় সংস্থাটি। কী কারণে বালকৃষ্ণ ইস্তফা দিয়েছেন সেই বিষয়েও আলোকপাত করা হয়েছিল শেয়ার বাজারে দাখিল রুচি সয়ার ওই নথিতে। যেখানে বলা হয়, 'অন্য দায়িত্বে ব্যস্ততা'র কারণে এই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন পতঞ্জলী গোষ্ঠীর নাম্বার টু হিসেবে বালকৃষ্ণ। সেটি পরিচালন পর্ষদ মঞ্জুর করেছে। পরিবর্তে কোম্পানির পূর্ণ সময়ের ডিরেক্টর রাম ভারতকে নতুন ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। যদিও বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, বালকৃষ্ণের ইস্তফার পিছনে অন্য কারণ আছে। নিজেদের বক্তব্যের স্বপক্ষে রুচির গত জুন ত্রৈমাসিকের ফলাফলের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন তাঁরা। পরিসংখ্যান বলছে, পতঞ্জলি গোষ্ঠীর মালিকানাধীন রুচির গত জুন ত্রৈমাসিকের আর্থিক ফলাফল চূড়ান্ত হতাশাব্যাঞ্জক। এক দিকে যেমন কোম্পানির নিট আয় কমেছে তেমনই ধাক্কা খেয়েছে নিট মুনাফা। গত জুন ত্রৈমাসিকে সংস্থার মুনাফা ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.২৫ কোটি টাকা। আগের বছরের এই সময়ে ১৪.০১ কোটি টাকা মুনাফা ঘরে তুলেছিল তারা। গত বুধবার তাদের ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করে রুচি। আরও পড়ুন: তবে কি কাঙ্খিত মুনাফা না হওয়ায় রুচির এমডি পদ থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে আচার্য বালকৃষ্ণকে? ওই সংস্থা তা না মানলেও বাজার বিশেষজ্ঞদের একাংশ কিন্তু তেমন সম্ভাবনার দিকেই ইঙ্গিত করেছেন। ব্যবসায় মুনাফাই আসল কথা যে! এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34nU4JR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages