এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমল। রবিবার পুরসভা থেকে প্রকাশিত নয়া তালিকা অনুসারে, এই মুহূর্তে শহরে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়ে ১৭টি, যা গত দু'মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের তালিকায় এমন জোনের সংখ্যা ছিল মোট ২০টি। --- লকডাউনের পরে ফ্রান্সে নয়া রেকর্ড! দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৯৭ জন। --- ইউকে-তে নতুন করে করোনা আক্রান্ত ১,০৪১ জন। --- ইন্দোরে নতুন করে করোনা আক্রান্ত ২৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১,৪০৮। --- রাজ্যের মধ্যে কলকাতায় সংক্রমণের মাত্রা সর্বাধিক। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে গত শনিবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাগুলির করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, কলকাতায় একদিনে ৫৬৩ শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ১৯৩ জন। --- গোটা কলকাতা শহরেই উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আর তাঁরা না বুঝেই বহু মানুষকে সংক্রমিত করে চলেছেন। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। এর আগে কলকাতা পুরসভার উদ্যোগে ১৪৪টি ওয়ার্ডেই করোনা পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার কথা জানানো হয়েছিল। এবার 'কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ' কর্মসূচি শুরু করা হল শহরজুড়ে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hqG069
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন