এই সময় ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী মরতে মরতে বেঁচে ফিরেছেন বলে দাবি করলেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ রানে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্যের খবর দিতে গিয়ে রানে বলেন, করোনাভাইরাস সংক্রমণ হওয়ার পর শ্রীপদ নায়েক 'মৃত্যুর দরজা' থেকে ফিরে এসেছেন। --- গোয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে গোয়ার কোভিড-১৯ চিকিত্সা পরিষেবা ঢেলে সাজানো হবে। করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের কেবলমাত্র পানাজির কাছে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা করা হবে। করোনা থেকে সেরে ওঠা রোগীদের প্লাজমা দান করার আর্জি জানান স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ রানে। --- কেউ কেউ বলছেন, করোনা থেকে সেরে ওঠার তিন মাস পর রক্তে আর এর অ্যান্টিবডি থাকে না। তাই তিন মাস পর কোভিড ফিরে আক্রমণ করতে পারে। কিন্তু, তিন মাসের মধ্যে নয়। কিন্তু, বৃহস্পতিবার অসমের শিলচরের যে ব্যবসায়ী চেন্নাইয়ের হাসপাতালে দ্বিতীয় বার কোভিড সংক্রমণে মারা গিয়েছেন, তিনি মাত্র ক'দিন আগেই ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। --- বৃহস্পতিবার দেশে ৮ লাখ করোনা পরীক্ষা হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রক থেকে। --- মেক্সিকোতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪৯,৭৩৪। মৃতের সংখ্যা ৫৯,৬১০। --- কেরালা হাইকোর্ট জানিয়ে দিল পুলিশ চাইলে করোনা রোগীদের কল রেকর্ড দেখতে পারে। --- হু-র তরফে জানানো হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্যে মাস্ক পরার যে নিয়ম ধার্য হয়েছে, ১২ বছরের উপরের বাচ্চাদের জন্যেও একই নিয়ম বজায় থাকবে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aMbgtI
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন