এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি অগস্টের ১ থেকে ২০ তারিখের মধ্যে করোনা পজিটিভ কেস ১২ লক্ষ ছাড়িয়েছে। সরকারি রেকর্ড তাই বলছে। তবে দেশে করোনা পরীক্ষার হার আগের থেকে অনেক বেড়েছে বলে জানিয়েছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দিনে ৯ লাখেরও বেশি পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ---ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চলতি অগস্টেই সবথেকে বেশি আক্রান্ত। অন্যান্য দেশের অগস্টের পরিসংখ্যান দেখলে একমাসের মধ্যে ১২ লক্ষের উপর কোভিড আক্রান্তের ঘটনা বিশ্বের আর কোনও দেশে ঘটেনি। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা আমেরিকা ও ব্রাজিলেও নয়। ---বৃহস্পতিবার মোট আক্রান্তের সংখ্য়া ২৯ লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে ২০ লক্ষের উপর কোভিড আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। ---অগস্টে (২০ অগস্ট পর্যন্ত) ১২ লক্ষ ৭ হাজার ৫৩৯। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া তথ্যই তুলে ধরেছে ওয়ার্ল্ডোমিটার। এই ১২ লক্ষের উপর আক্রান্তের সঙ্গেই চলতি অগস্ট মাসে রেকর্ড গড়ে ফলেছে ভারত। বিশ্বের আর কোনও দেশ কাছাকাছি নেই। মোট সংক্রমণে শীর্ষে থাকা আমেরিকায় অগস্টে (১৯ তারিখ পর্যন্ত) পজিটিভ কেস বেড়েছে ৯ লক্ষ ৯৪ হাজার ৮৬৩টি। ব্রাজিলের ক্ষেত্রে এই সংখ্যাটা ৭ লক্ষ ৮৪ হাজার ১১৫। ---পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নয়া আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে তিন হাজার দু'শোর দোরগোড়ায় পৌঁছে গেল। তবে স্বস্তির খবর হল করোনায় মৃত্যুর ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে। সেইসঙ্গে এখন টেস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। ---বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন; যা এখনও পর্যন্ত রেকর্ড। ফলে রাজ্যে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২৯ হাজার ১১৯ জন। এর মধ্যে এখনও পর্যন্ত ৯৮ হাজার ৭৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৬.৫১%। --- রাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৫৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি। ফলে রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৬৩৪ জন এই মারণ ভাইরাসের বলি হলেন। মৃতদের মধ্যে ১৩.৮৬ শতাংশের বয়স ৭৫ বছরের বেশি। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের ৬.২৪ শতাংশের বয়স ৬১ থেকে ৭৫ বছরের মধ্যে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hi7Cui
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন