এই সময় ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে, বিশেষ করে পশ্চিম ভারতে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। তবে করোনা অতিমারীর কারণে মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর চেনা জাঁকজমক এবার নেই বললেই চলে। ভিড় এড়াতে অনেক পুজো কর্তৃপক্ষই এবার অনলাইনে দর্শনের ব্যবস্থা করেছে। পশ্চিম ভারতে ১০ দিন ধরে চলে গণেশ পুজো। গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে হিন্দি ও ইংরেজিতে দুটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'গণেশ চতুর্থীর পবিত্র উত্সব উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ আমাদের সবার ওপরে বর্ষিত হোক। সর্বত্র আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক।' গণেশ চতুর্থী হিন্দিতে ট্যুইট করে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সমগ্র দেশবাসীকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা বলে ট্যুইট করেন তিনি। গণেশ যাতে সবাইকে দেশের সেবা করার জন্য শক্তি ও ক্ষমতা দেন, সেই কামনা করে ট্যুইট করেন রেলমন্ত্রী পীযুশ গয়াল। হিন্দিতে ট্যুইট করে তিনি আরও লেখেন, 'মঙ্গলকর্তা-বিঘ্নহর্তার আশীর্বাদ আজ গোটা দেশের প্রয়োজন।' গণেশকে নতুন কিছু শুরু করার দেবতা হিসেবে হিন্দুশাস্ত্র অনুযায়ী মনে করা হয়। তাঁকে সিদ্ধিদাতা হিসেবে পুজো করেন ভক্তেরা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক এবং গুজরাতে খুবই ধুমধামের সঙ্গে পালিত হয় গণেশ উত্সব। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ উত্সবের ধুমধাম অনেকটাই বেড়েছে। এই বছর অবশ্য করোনা আবহে ছবিটা অনেকটাই আলাদা। যাঁরা বাড়িতে গণেশ পুজো করেন, এই দিনে গণেশ মূর্তি ঘরে নিয়ে আসেন। ফুল-মালা দিয়ে সাজানো হয় পুজোর ঘর। গণেশের প্রিয় মিষ্টি হল মোদক এবং লাড্ডু। গণেশ পুজোয় তাই মোদক এবং লাড্ডু দিতেই হয়। এই বছর গণেশ চতুর্থীর সময় পড়েছে শনিবার সন্ধে ৭.৫৭ মিনিট অবধি এবং হস্ত নক্ষত্রও সন্ধে ৭.১০ মিনিট পর্যন্ত রয়েছে। শাস্ত্র মতে, এই দিনে একটি বিশেষ (চৌঘরিয়া) মুহূর্ত পড়েছে যে সময় যে গণেশের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। পঞ্জিকা অনুসারে, ২২ অগস্ট দুপুর ১২.২২ মিনিট থেকে বিকেল ৪টে ৪, লাভ ও অমৃত চৌঘরিয়া রয়েছে। গণেশ পুজো চলে দুই থেকে দশ দিন। তারপর ১১ দিনের মাথায় শোভাযাত্রা করে মূর্তি নিয়ে গিয়ে জলে বিসর্জন দেওয়া হয়। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2EtqSXi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন