এই সময় ডিজিটাল ডেস্ক: কর্নাটকে করোনাযোদ্ধা সরকারি চিকিত্সকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের আন্দোলন দানা বাঁধছে। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও মাইসুরুর চিকিত্সকেরা কাজ ছেড়ে শনিবার ধর্মঘটে শামিল হয়েছেন। আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধ উপযুক্ত পদক্ষেপের দাবি করা হয়েছে। এই ঘটনায় মাইসুরু জেলা পঞ্চায়েতের সিইও'র বিরুদ্ধে এদিন এফআইআর দায়ের করেছে পুলিশ। মাইসুরু জেলায় কোভিড চিকিত্সার দায়িত্বে থাকা সরকারি ডাক্তারকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগেই এই এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, মাইসুরু জেলা পঞ্চায়েত আধিকারিক প্রশান্ত কুমার মিশ্রার বিরুদ্ধে আইপিসির ৩০৬ ধারায় এফআইআর রুজু হয়েছে। বৃহস্পতিবার (২০ অগস্ট) রাতে ডিউটি থেকে ফিরে আত্মহত্যা করেন মাইসুরুর নঞ্জনগুড তালুকের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার এস আর নগেন্দ্র। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী চিকিত্সকের বাবা রামকৃষ্ণের অভিযোগের প্রেক্ষিতেই মামলা রুজু হয়েছে।এফআইআরে তিনি জানান, জেলা পঞ্চায়েতের আধিকারিক ডিউটির বাইরেও ছেলেকে অতিরিক্ত টার্গেট দিয়েছিলেন। হাতের সমস্ত কাজ সেরে রোজ ১০০ করে কোভিড নমুনার টেস্ট করতে হচ্ছিল। গত জানুয়ারি থেকে ভয় দেখিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছিলেন ওই আধিকারিক। অতিরিক্ত কাজ না-করলে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর চিকিত্সক ছেলের বিরুদ্ধে মামলা দায়েরেরও হুমকি দিয়েছিলেন ওই আধিকারিক। টার্গেটে পৌঁছতে যেসমস্ত জিনিস জরুরি ছিল, বাবার অভিযোগে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা চেয়েও পাননি ওই স্বাস্থ্য আধিকারিক। দিনের পর দিন এ ভাবে অতিরিক্ত চাপ নিতে গিয়ে নাজেহাল হচ্ছিলেন করোনাযোদ্ধা ওই চিকিত্সক। যার জেরে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নগেন্দ্রে। চিকিত্সকের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলের মৃত্যুর জন্য ওই পঞ্চায়েত আধিকারিকই দায়ী। জানুয়ারি থেকে অতিরিক্ত কাজ করার ফলে যে স্ট্রেস তৈরি হয়েছিল, তার জেরেই চূড়ান্ত পথ বেছে নিতে বাধ্য হয় ছেলে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার ধর্নায় বসেন মাইসুরুর সরকারি চিকিত্সকেরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়। করোনা সংকটের সময় ডাক্তার নগেন্দ্রর মৃত্যুর প্রতিবাদে মাইসুরু জেলার সমস্ত চিকিত্সক একসঙ্গে ধর্মঘটে শামিল হওয়ায়, সমস্যা তৈরি হয়েছে। মেডিক্যাল শিক্ষামন্ত্রী ডাক্তার কে সুধাকর করোনা পরিস্থিতি মাথায় রেখে ধর্মঘটীদের কাছে ফেরার আবেদন জানান। তিনি বলেন, গণতন্ত্রে প্রত্যেকের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কিন্তু, করোনার এই সংকটকালে রোগীদের সমস্যায় ফেলে নয়। তিনি ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানান। উল্লেখ করেন, রাজ্য সরকার ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। করোনাযোদ্ধা সরকারি চিকিত্সকের মৃত্যুতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও উষ্মা প্রকাশ করে। কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ঘটনার নিন্দা করা হয়েছে। মেডিক্যাল প্রফেশনে থাকা প্রত্যেককে দু'দিন কালো ব্যাজ পরার আর্জি জানানো হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31iOw1y
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন