বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতি LIVE: আক্রান্তের সংখ্যা এগোচ্ছে ১৫ লাখের দিকে, ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত আরও ২৩৪১!

এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে এর আগেই স্বীকার করে নিয়েছিল রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের জন স্বাস্থ্য শাখার আধিকারিকদের মতে, করোনা মহামারীর এই পর্যায়ে আক্রান্তের সংখ্যা বাড়বেই। তা অস্বাভাবিক নয়। ভয়েরও কিছু নেই। --- রাজ্যে টেস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। রবিবার রাজ্যের ৫৬টা ল্যাবে ১৬ হাজারের বেশি টেস্ট হয়েছে। ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৮ লক্ষ ৫ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হল। এর মধ্যে ৭.২৯ শতাংশ নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। --- করোনা সংক্রমণ রুখতে আগামী ৩১ জুলাই, শুক্রবার শেষ হচ্ছে 'আনলক ২.০' (Unlock 2.0) প্রক্রিয়া। আগামী ১ অগস্ট থেকে ( ) চালু হতে চলেছে। আনলকের তৃতীয় পর্যায়ে গাইডলাইন তৈরিতে ব্যস্ত সরকারি আধিকারিকরা। --- আগামী ১ অগস্ট থেকে দেশের সিনেমাহলগুলি ফের খোলার অনুমতি দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। বিশেষত সিনেমা হল খুললেও কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হতে পারে। এ ছাড়া খুলতে পারে জিম। তবে আনলকের তৃতীয় পর্বেও এখনকার মতো বেশ কিছু বিধিনিষেধ জারি থাকার সম্ভাবনা। --- স্কুল খোলা নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে স্কুলশিক্ষা সচিব অনীতা আগরওয়াল সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। --- করোনা পরিস্থিতি নিয়ে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে বিশদে আলোচনা হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/300CcCf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages