বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বক্সায় উদ্ধার তিন-চার মাস বয়সের ভালুকছানা, পাঠানো হল বেঙ্গল সাফারিতে

এই সময় ডিজিটাল ডেস্ক: একসঙ্গে এক জোড়া ব্ল্যাক প্যান্থার বা কালো চিতাবাঘের সন্ধান মেলে বক্সার জঙ্গলে! দিন পাঁচের আগে জয়ন্তী থেকে খানিকটা দূরে মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পান একদল পর্যটক। এবার তিন-চার মাস বয়সের এক ভালুকছানার সন্ধান মেলে সেখানে। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই জক্ষ্গল এলাকায় ভালুকছানাকে দেখতে পেয়ে আক্রমণ করার চেষ্টা করে এলাকার পথকুকুর। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। সেখানে গিয়ে দেখেন তিন-চার মাস বয়সের এক ঘুরে বেড়াচ্ছে। বক্সার কুমারগ্রাম চা বাগান এলাকায় ওই ছানাটিকে দেখতে ভিড় জমে যায়। এর পর স্থানীয়দের থেকে খবর পেয়ে ভালুকের ছানাটিকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। ভালুকটিকে উদ্ধার করে ইতোমধ্যে শিলিগুড়ির কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ ভালুকছানাটিকে নিয়ে গেছে বলে জানা গিয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, ভালুকের ছানাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া বিপজ্জনক ছিল। সেই কারণেই শাবকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভালুক থাকার রেকর্ড রয়েছে। এর আগেও ওই বনাঞ্চলে ভালুকের ছবি পাওয়া গেছে। আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/37gAC0A

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages