দ্বিতীয় শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকদ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে কাওসার আলী (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাওসার গোদাগাড়ী উপজেলা সদরের তালিমুল কোরআন ক্যাডেট মাদরাসার শিক্ষক।
তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বাবার নাম নুরুল হক।
গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম জানান, শুক্রবার বিকালে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়ন করেন শিক্ষক কাওসার আলী।
পরে ওই ছাত্র তার সহপাঠীদের গিয়ে বিষয়টি জানিয়ে দেয়। একপর্যায়ে তা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং অভিভাবকরাও জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শিক্ষক কাওসার আলীকে গ্রেপ্তার করে রাত ৯টার দিকে থানায় নেয়া হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মাদ্রাসার পরিচালক আতিক বিন আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনা আমার জানা ছিল না। আজ জানলাম। শিক্ষকের পরিবারকে জানানো হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে। এখন আইন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
রাজশাহী/তানজিমুল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/38iROm1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন