এই সময় ডিজিটাল ডেস্ক: অর্থনীতিতে মন্দা, কর্মসংস্থানের বেহাল দশা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের প্রতিবাদ এবং সেই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) বিরোধিতায় বুধবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। যদিও মোকাবিলায় বাড়তি উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। যাত্রী হয়রানি রুখতে অন্যান্য দিনের থেকে এ দিন ২২ শতাংশ বাড়তি বাস পথে নামবে বলে জানা গিয়েছে। পরিবহণ দফতর দফতর সূত্রে খবর, যেখানে ৯০০টি রাজ্য সরকারি বাস পথে চলে সেখানে এ দিন ১,১৫০টি বাস। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের তরফে চলবে ৮২৬ বাস। উত্তরবঙ্গ পরিবহণ নিগম ৬০৫টির বদলে পথে নামাবে ৬৫৫টি বাস। বেসরকারি বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব নির্ভর ট্যাক্সি সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে, বাম শ্রমিক সংগঠনগুলোর ডাকা বনধে তারা শামিল হচ্ছে না। ফলে সড়কপথে পরিবহন ক্ষেত্রে বাংলায় বনধের কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন অনেকাংশ। যদিও এ দিন সকাল থেকে রেল লাইন অবরোধ করে ধর্মঘট সমর্থনকারীরা। বেশ কিছু লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। দেরিতে চলছে বেশ কয়েকটি শাখার রেল শিয়ালদা মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ। রেল পরিষেবা বন্ধ থাকে হাওড়া-বর্ধমান শাখায়। চাম্পাহাটি, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর, বারুইপুর, মগরাহাট, হিন্দমোটর-সহ বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করে সমর্থকরা। বেশ কিছু ট্রেনের রুট বদল করা হয়। হাওড়া বর্ধমান শাখায় ৫টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ধর্মঘট শুরু হওয়ার প্রথম এক ঘণ্টা তার প্রভাব দেখা যায়নি কলকাতা বিমানবন্দরে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে উড়ান। হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি বাস চলছে। আরও পড়ুন:
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/37P5G7r
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন