বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দুপুরে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

দুপুরে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সফরকে লক্ষ্য করে আজ শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। দুপুর ২টা থেকে শুরু হবে ক্যাম্পের কার্যক্রম।

২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। এ লক্ষ্যে আজ ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দুপুর ১টার মধ্যে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর ১ ঘন্টা পর খেলোয়াড়দের ট্রেনিং সেশন শুরু হবে।

এবারের ক্যাম্পে কোনো খেলোয়াড়কে ফিটনেস টেস্ট দিতে হবে না। যেহেতু সব খেলোয়াড় খেলার মধ্যে আছে। তাই সকলের ফিটনেস দারুণ বলে জানা গিয়েছে। এজন্য ফিটনেস টেস্ট নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের ক্যাম্প টানা তিনদিন চলবে। ২১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পে নিজেদের স্কিল নিয়ে কাজ করবেন ক্রিকেটাররা। আর ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানে সরাসরি ফ্লাইটে যাওয়ার সুযোগ নেই। তাই দুবাই হয়ে পাকিস্তান যাবে ক্রিকেটাররা।

পাকিস্তান-বাংলাদেশ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। ২৫ ও ২৭ জানুয়ারি হবে শেষ দুটি ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০ টায়।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

 

ঢাকা/কামরুল



from Risingbd Bangla News https://ift.tt/2TDzgsK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages