রণবীরের পোশাক নিয়ে আল্লু অর্জুনের বক্তব্য
বিনোদন ডেস্কতেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। স্টাইলিশ হিরো হিসেবেই ভক্তদের কাছে পরিচিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর সিংয়ের পোশাক নিয়ে কথা বলেছেন আল্লু অর্জুন। তিনি বলেন, বলিউড অভিনেতাদের মধ্যে রণবীর সিংয়ের পোশাক আমার খুব পছন্দ। দিনের পর দিন এমন পোশাক পরা সহজ কথা নয়। অন্তত আমি এমনটা পারব না। তারা নিজেদের পছন্দ মতো পোশাক পরছেন— এই বিষয়টি আমি বিশেষভাবে মূল্যায়ন করি।
পাশাপাশি তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডার ফ্যাশন নিয়ে তিনি বলেন, আমি বিজয় দেবরকোন্ডাকে খুবই পছন্দ করি। তার নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে। সে এখন ব্র্যান্ডটি আরো ভালো করার চেষ্টা করছে।
আল্লু অর্জুন অভিনীত পরবর্তী সিনেমা আলা বৈকুণ্ঠপুরামুলো। এটি পরিচালনা করেছেন ত্রিবিক্রম। এতে আরো অভিনয় করেছেন— পূজা হেগড়ে, টাবু, নিবেতা পেথুরাজ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটি আগামীকাল রোববার মুক্তি পাবে।
ঢাকা/মারুফ
from Risingbd Bangla News https://ift.tt/2sYdEMO
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন