বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২১ জুন, ২০১৯

'যোগ ধর্ম, বিশ্বাস, সব কিছুর ঊর্ধ্বে', যোগ দিবসে বার্তা নমোর

এই সময় ডিজিটাল ডেস্ক: শান্তি, সম্প্রীতি ও উন্নতির লক্ষ্যে যোগাভ্যাস করুন। আন্তর্জাতিক যোগ দিবস পালনে অংশ নিয়ে দেশবাসীর কাছে এই বার্তাই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, অনেক কঠিন চ্যালেঞ্জের সমাধান করে দিতে পারে যোগ। শুক্রবার ভোরে রাঁচির প্রভাত তারা গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে যোগাভ্যাস করেন নমো। এ দিন রাঁচি থেকে দেশবাসীকে যোগদিবসের শুভেচ্ছা জানান তিনি। বলেন, 'যোগের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। ঝাড়খণ্ডও জঙ্গল এলাকার মধ্যে পড়ে। এটিও প্রকৃতির খুব কাছে। সার্বিক ভালো থাকার চাবিকাঠি হল যোগ।' গরিব মানুষের কাছে যোগ পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের উচিত যোগকে শহর থেকে গ্রামে ও উপজাতি এলাকায় ছড়িয়ে দেওয়া। যোগ সব ধর্ম, বিশ্বাস এবং সবকিছুর ঊর্ধ্বে।' সবাই যেমন সফটওয়্যার আপডেট করেন, সেরকমভাবেই যোগের বিষয়েও আপডেট থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। মোদীর কথায়, 'যোগ ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সবার কাছে আরজি জানাচ্ছি আপনারা রোজকার রুটিনের অংশ করে নিন যোগকে। ' রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি মেলার পর প্রথম যোগ দিবস পালিত হয়েছিল ২০১৫ সালের ২১ জুন। দিল্লির রাজপথে প্রায় ৩০,০০০ মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর http://bit.ly/2Iu6Jj2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages