বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৯ মে, ২০১৯

কংগ্রেস বিধায়কের বাড়ির সামনে বিস্ফোরণ, মৃত পরিচারক

এই সময় ডিজিটাল ডেস্ক: বিধায়কের বাড়ির সামনে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী এলাকায় ঘটেছে এই ঘটনা। কর্নাটকের বিধায়ক তথা কংগ্রেস নেতা মুনিরত্নার ব্যালিকাবাল এলাকার বাড়ির সামনে কার পার্কিং এলাকায় বিস্ফোরণটি হয়। এই ঘটনায় মুনিরত্নার বাড়ির পরিচারক বেঙ্কটেশের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বিশাল পুলিশবাহিনী। #Karnataka: One person has died in an explosion outside the residence of Rajarajeshwari Nagar MLA, Munirathna, in V… https://t.co/ThkkpXvlf1— ANI (@ANI) 1558245793000 কেন এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। বিধায়ক মুনিরত্না ছবির প্রযোজকও। তিনি এখন ব্যস্ত তাঁর আপকামিং ফিল্ম কুরুক্ষেত্র নিয়ে। এই ছবিতে রয়েছেন দর্শন, নিখিল, রবিচন্দ্রণ ও অন্যান্যরা। ৯ অগস্ট মুক্তি পাবে এই ছবি।

from Eisamay http://bit.ly/2QbIokD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages