বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

বিপর্যয়ের কাটাছেঁড়া, শনিবার জরুরি বৈঠক মমতার

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে দলের ফলাফল পর্যালোচনায় শনিবার জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেল ৪টের সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে এই বৈঠক হবে। দলের পদাধিকারিদের পাশাপাশি প্রতিটি জেলার সভাপতি, পর্যবেক্ষকদের পাশাপাশি জয়ী এবং পরাজিত প্রার্থীদের বৈঠকে ডাকা হয়েছে। প্রতিটি নির্বাচনের পরেই পর্যালোচনা বৈঠকে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলায় বিজেপির উত্থান এবং কেন্দ্রে ফের নরেন্দ্র মোদীর ফিরে আসার প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে।আরও পড়ুন: ‘মুকুলকে নিয়ে গর্ব করা’ শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল এ বার লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনের মধ্যে সবক'টিতেই জয়ের আশা করলেও মাত্র ২২টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে। আর বিজেপি জিতেছে ১৮টি আসনে। এই ভোটে 'অপ্রত্যাশিতভাবে' পরাজয়ের মুখ দেখতে হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের বর্ষীয়ান নেতাকে। এই সমস্ত বিষয়ই শনিবারের জরুরি বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

from Eisamay http://bit.ly/2MaivDn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages