এই সময় বিনোদন ডেস্ক: বলিউডে জোর চর্চা, এবার নাকি তামিল ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। দক্ষিণী সুপারস্টার বিজয়ের পরবর্তী ছবি 'থালাপাথি ৬৩'-তে প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করতে পারেন কিং খান। প্রথমে শোনা গিয়েছিল যে এই ছবিতে একটি ক্যামিয়ো রোল করতে পারেন শাহরুখ। কিন্ত ছবি নির্মাতার ঘনিষ্ঠ সূত্রে খবর যে 'থালাপাথি ৬৩'-তে শাহরুখের চরিত্রটিকে কখনোই ক্যামিয়ো বলা যায় না। তবে তাঁর চরিত্রটি প্রধান ভিলেনের হলেও সিনেমা ক্লাইম্যাক্সে পৌঁছলে তবেই পর্দায় আগমন ঘটবে শাহরুখের। ছবিতে মিনিট ১৫-র উপস্থিতি রয়েছে তাঁর। অভিনেতা বিজয়ের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কিং খানকে। এই প্রথম তামিল ছবিতে অভিনয় করবেন তিনি। এই ছবির নির্মাতার ভিলেনের চরিত্রটির জন্য কোনও বলিউড তারকাকে চাইছিলেন। শাহরুখকে প্রস্তাব দেওয়ায় তিনি রাজি হয়ে যান বলে খবর। আরও শোনা যাচ্ছে, চলতি আইপিএল-এ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ পাশাপশি বসে দেখার সময় শাহরুখকে এই ছবিটি করার প্রস্তাব দেন পরিচালক অলটি কুমার।
from Eisamay http://bit.ly/2GDvp83
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন